দ. কোরিয়ার বন্যায় নিহত বেড়ে ২০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৩
দক্ষিণ কোরিয়ায় বন্যায় কমপক্ষে ২০ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। ইতোমধ্যে হাজারো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে স্থানীয় প্রশাসন।
চলমান মৌসুমী বৃষ্টির তৃতীয় দিনে দেশটিতে ভূমিধস দেখা দিয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। দেশজুড়ে বেশ অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার (১৫ জুলাই) সকালে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর চাংচেওং প্রদেশের বাঁধ প্লাবিত হয়েছে। উদ্ধার অভিযানে অংশ নিতে দেশটির সেনাবাহিনীকে আদেশ দিয়েছেন প্রধানমন্ত্রী হান ডাক-সো।
আরও পড়ুন: ভূমধ্যসাগরে ৬ মাসে ২৮৯ শিশুর মৃত্যু
কর্তৃপক্ষ জানায়, বন্যায় এখনো ১০ জন মানুষ নিখোঁজ রয়েছে। আহত হয়েছেন আরো অনেকে।
হাজার হাজার মানুষকে বন্যা কবলিত এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। শনিবার সকালে গোয়েসান বাঁধ তলিয়ে যাওয়ায় স্থানীয় প্রায় সাত হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: যুবতীকে মোবাইল ফোনে অশ্লীল ছবি প্রেরণ করায় সাসপেন্ড হলেন এসআই
শুক্রবার (১৪ জুলাই) চাংচেওং এলাকায় ভূমিধসের ফলে একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে একজন প্রকৌশলী আহত হয়েছে। তবে যাত্রী না থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। সূত্র: বিবিসি
জেবি/এসবি