ঘোড়াঘাটে সড়ক দূর্ঘটনায় পিকআপ চালক নিহত, আহত ২
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দূর্ঘটনায় এক পিকআপ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা পিকআপের হেলপার সহ দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সোমবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার দিনাজপুর-বগুড়া আঞ্চলিক সড়কের বিরাহিমপুর গুচ্ছগ্রাম নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত চালক গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার টানের চালা গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র আকতার হোসেন (৩৮)।
থানা ও স্থানীয়রা জানান, বিকল অবস্থায় রাস্তার পাশে দাড়িয়ে থাকা ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাককে (যার নং ঢাকা মেট্রো-ট ১৮-৪৬৭৭), পিছন দিক থেকে আসা গৃহস্থালী আসবাবপত্র বোঝাই একটি পিকআপ (যার নং ঢাকা মেট্রো- ন ১৯-৩২২৮) সজোড়ে ধাক্কা দিলে পিকআপটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই পিকআপ চালকের মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসান কবির জানান, নিহত আকতার হোসেনের মরদেহ তার পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে ও পিকআপটি থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে সড়ক আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

খাগড়াছড়ি রামগড়ে চার মাংস ব্যবসায়ীকে জরিমানা

সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা কালে ২৫ বাংলাদেশী আটক

মহেশখালীর অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, রোহিঙ্গা নারী আটক

খাগড়াছড়িতে বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
