লাব্বাইক বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:১৩ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৩


লাব্বাইক বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু
ফাইল ছবি

রাজধানীর হানিফ ফ্লাইওভারে লাব্বাইক বাসের ধাক্কায় পারভিন সুলতানা আইরিন (৬০) নামের সুপ্রিম কোর্টের এক নারী আইনজীবী নিহত হয়েছেন।


রবিবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।


আরও পড়ুন: গেন্ডারিয়াতে বাসের ধাক্কায় আহত ৪


নিহত আইরিনের ভাই ফরিদ উদ্দিন জানান, আমার বোন ও তার এক সহকারী মোটরসাইকেলে করে কোর্টে যাচ্ছিল। যাত্রাপথে হানিফ ফ্লাইওভারে উঠলে লাব্বাইক পরিবহনের ধাক্কায় আমার বোন ও তার সহকারী গুরুতর আহত হয়। পরে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে আমার বোন পারভীন সুলতানাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি।


জেবি/ আরএইচ/