জুড়ীতে বাঘের আতঙ্ক: রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয়রা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:২২ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৩


জুড়ীতে বাঘের আতঙ্ক: রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয়রা
ফাইল ছবি

আকস্মিকভাবে বাঘ আতঙ্ক সৃষ্টি হয়েছে জুড়ী উপজেলার জায়ফর নগর ইউনিয়নের হাসনাবাদ ও বাহাদুরপুর গ্রামের বাসিন্দাদের মাঝে। জানা গেছে, সম্প্রতি উপজেলার এ এলাকায় দুটি বড় আকৃতির বাঘের আনাগোনা লক্ষ্য করা গেছে। যে কোনো সময় বাঘের আক্রমণ থেকে রক্ষা পেতে রাত জেগে পাহারাও দেওয়া হচ্ছে। স্থানীয়রা বলছেন, এ এলাকায় মাঝে মাঝেই বাঘ দেখা যায়।


স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে সন্ধ্যার পর হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দুটি বাঘ দেখতে পাচ্ছেন এলাকাবাসী। ভোৱে সেই বাঘগুলো মাঠ ছেড়ে পাশের জঙ্গলে চলে যায় বলে তাদের ধারণা।


স্থানীয় বাসিন্দা রাহিদুল ইসলাম রনি জানান, বাঘগুলো কীভাবে বা ঠিক কোথা থেকে এসেছে, তা তাদের জানা নেই। সন্ধ্যার পর স্কুলের মাঠে শুয়ে থাকে বাঘ দুটো। ভোরে চলে যায়। দুটি বাঘই বেশ বড় আকৃতির। তাদের ধারণা এগুলো চিতা বাঘ।


এলাকাবাসীর ভাষ্যমতে, এ এলাকায় একসময় পাহাড়-জঙ্গল ছিল। তখন এসব এলাকায় বড় বড় বাঘ, হরিণ, হাতিসহ বিভিন্ন বন্যপ্রাণীর আনাগোনা ছিল। ধীরে ধীরে মানুষের বসতি গড়ে ওঠার কারণে এসব পশু-পাখি চলে যায়। এখনও বাহাদুরপুরের পূর্বে কিছু জঙ্গল রয়েছে। যেসব এলাকায় কিছু বসবাস করে। বেশির ভাগ সময় বানরের দল খাদ্যের অভাবে লোকালয়ে চলে আসে। সন্ধ্যায় এলাকায় শিয়ালের পাল নামে।


স্থানীয় ইউপি সদস্য আজাদ মিয়া জানান, তাঁকে কয়েকজন নারী, বাঘ দেখার বিষয়টি জানিয়েছেন। বাঘগুলোর উপস্থিতি সুনির্দিষ্টভাবে শনাক্ত করা গেলে বন্যপ্রাণী অফিসে খবর দেওয়া হবে।


বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, এসব এলাকায় চিতা বাঘ থাকার কোনো তথ্য নেই। তবে মেছো বিড়াল থাকতে পারে। এলাকায় লোক পাঠিয়ে খবর নেওয়া হবে।


আরএক্স/