ঝালকাঠি থানা থেকে পালিয়ে যাওয়া আসামি ফের গ্রেফতার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:২২ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৩


ঝালকাঠি থানা থেকে পালিয়ে যাওয়া আসামি ফের গ্রেফতার
গ্রেফতারকৃত আসামিরা

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ঝালকাঠি শহরের স্ট্যান্ড রোড থেকে শনিবার (১৫ জুলাই) দুপুরে ২০০ গ্রাম গাঁজাসহ আসিফ হাওলাদারকে (১৫) আটক করে। 


আটক আসিফ হাওলাদারকে রাত ১১টায় ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়। রবিবার সকাল সাতে ৭টার দিকে আসামি আসিফ হাওলাদার থানা  থেকে কৌশলে পালিয়ে যায়। পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সকাল সাড়ে দশটার দিকে রাজাপুর উপজেলার নাপিতের হাট এলাকা থেকে তাকে ফের গ্রেফতার করা হয়। থানা থেকে আসামি পালিয়ে যাওয়ার খবরে শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার বলেন, আসামির বয়স কম হওয়ায় রাতে তাকে হাজতখানায় রাখা হয়নি। হেল্প ডেস্ক কক্ষে রাখা হয়েছিল। সুযোগ বুঝে সে পালিয়ে যায়। পরে অনেক স্থানে তল্লাশী করে আবার গ্রেফতার করা হয়েছে।


ঝালকাঠি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিতুল ইসলাম বলেন, পালিয়ে যাওয়া আসামিকে উদ্ধার করা হয়েছে। পালানোর সুযোগ কিভাবে পেলো সেটা খতিয়ে দেখা হচ্ছে।


আরএক্স/