বর্তমান পরিস্থিতিতে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: বদিউল আলম
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:২৬ পিএম, ১৬ই জুলাই ২০২৩

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সম্ভব নয়।
রবিবার (১৬ জুলাই) গুলশানে ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়ে ইইউর প্রাক-নির্বাচনী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
এ সময় বদিউল আলম বলেন, বর্তমান ব্যবস্থায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এটা হবে কিনা সন্দেহ আছে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন জাতীর আশা- সেটিই তাদের জানিয়ে এসেছি।
আরও পড়ুন: রমজানকে সামনে রেখে বেপরোয়া ভোগ্যপণ্য সিন্ডিকেট: সুজন
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণের স্বার্থে বড় দুই দলকে বিপরীতমুখী অবস্থান থেকে সরে আসা জরুরি।
তবে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ কিংবা তত্বাবধায়ক সরকার ইস্যুতে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি।
জেবি/ আরএইচ