প্রশাসনের দুই অতিরিক্ত সচিব ও চার উপসিচবকে বদলি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:১৫ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৩
অতিরিক্ত সচিব পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
রবিবার (১৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ড. তরুন কান্তি শিকদারকে তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিমকে ডাক ও টেলিযোগযোগ বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে।
আরও পড়ুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১০ কর্মকর্তাকে বদলি
এদিকে এ বছরের মার্চে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করেন রেজাউল করিম। এর আগে তিনি বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার শীর্ষক প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
অন্যদিকে চার উপসচিবকে বদলি করে নতুন দায়িত্ব দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উপ-পরিচালক ডা. মো. মোস্তাফিজুর রহমানকে প্রেষণে স্বাস্থ্য সেবা বিভাগে, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের উপপরিচালক মো. সানিউল ফেরদৌসকে প্রেষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের প্রকল্প পরিচালক ব্যারিস্টার মো. গোলাম সারওয়ার ভূঁইয়াকে প্রেষণে তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিভাগে এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের উপপরিচালক মামুন সরকারকে প্রেষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বদলি করা হয়েছে।
জেবি/ আরএইচ