ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৪২৪


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৯:০৫ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৩


ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৪২৪
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একইসঙ্গে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে।


রবিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৪ হাজার ৯৫৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।


চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২০ হাজার ৮৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৩ হাজার ৮৫০ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৭ হাজার ২৮ জন।


আরও পড়ুন: দেশে ডেঙ্গুর জরুরি পরিস্থিতি চলছে: বিএমএ


আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৮১৭ জন। ঢাকায় ১০ হাজার ৬১৪ এবং ঢাকার বাইরে ৫ হাজার ২০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১০৬ জনের মৃত্যু হয়েছে।


জেবি/ আরএইচ/