বুড়িগঙ্গায় অর্ধশতাধিক যাত্রীসহ ডুবল ওয়াটার বাস, চলছে উদ্ধার অভিযান


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৩


বুড়িগঙ্গায় অর্ধশতাধিক যাত্রীসহ ডুবল ওয়াটার বাস, চলছে উদ্ধার অভিযান
বুড়িগঙ্গা নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ছবি : সংগৃহীত

রাজধানীর বুড়িগঙ্গা নদীতে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় একটি যাত্রীবাহী ওয়াটার বাস ডুবে গেছে। এ ঘটনায় পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 


রবিবার (১৬ জুলাই) রাত সোয়া ৮টার দিকে সদরঘাটের তেলঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনারুল ইসলাম দোলন জানিয়েছেন, খবর পেয়ে সদরঘাট নদী ফায়ার স্টেশনের দু'টি এবং সিদ্দিকবাজার থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।


আরও পড়ুন: বুড়িগঙ্গা চ্যানেল পুনরুদ্ধারে ২৮ টি স্থাপনা উচ্ছেদ


তিনি জানান, ওয়াটার বাসটি তীরের কাছাকাছি ডুবে যাওয়ায় এতে থাকা অধিকাংশ লোক তীরে উঠে গেছেন। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


ওয়াটার বাসটি যাত্রী নিয়ে সদরঘাটের শ্যামবাজার ঘাট থেকে তেলঘাটে যাচ্ছিল। মাঝ নদীতে ওয়াটার বাসটি বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত ৯টার দিকে উদ্ধার অভিযান শুরু করে।


ওয়াটার বাসটির কতজন যাত্রী নিখোঁজ রয়েছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি কর্তৃপক্ষ।  


জেবি/ আরএইচ