যেসব কেন্দ্র পরিদর্শন করবেন হিরো আলম


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:২৯ পূর্বাহ্ন, ১৭ই জুলাই ২০২৩


যেসব কেন্দ্র পরিদর্শন করবেন হিরো আলম
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সোমবার (১৭ জুলাই) সকাল ৮টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত।


এবার ঢাকা-১৭ আসনে একতারা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তিনি এই আসনের ভোটার না হওয়ায় ভোট দিতে পারছেন না। তবে তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যাবেন বলে জানা গেছে।


এরই মধ্যে এদিন সকাল ১০টার কিছুক্ষণ পর তিনি প্রথমে বনানী মডেল স্কুল কেন্দ্রে পরিদর্শন করেছেন।  এরপর একে একে অন্যান্য কেন্দ্র পরিদর্শনে যাবেন বলে জানা গেছে।


আরও পড়ুন: ঢাকা-১৭ আসনসহ ৭৮ এলাকায় স্থানীয় সরকার নির্বাচনের ভোট শুরু


এর মধ্যে রয়েছে- জামিয়া মোহাম্মদীয়া ইসলামীয়া কড়াইল টি অ্যান্ড টি কলোনি মাদ্রাসা, মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল কলেজ, বনানী বিদ্যা নিকেতন, টি অ্যান্ড টি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, আই পি এইচ স্কুল অ্যান্ড কলেজ, সরকারি কালাচাঁদপুর হাই স্কুল অ্যান্ড কলেজ, সরকারি হোমিপ্যাথী মেডিকেল কলেজ, ভাষানটেক স্কুল অ্যান্ড কলেজ, ভাষানটেক সরকারি উচ্চ বিদ্যালয়, শিশু মঙ্গল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানিকদী ইসলামীয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্র।


আরও পড়ুন: সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণে ইসি


ঢাকা-১৭ আসনের এই নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে। নির্বাচন ভবন থেকে সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করছেন নির্বাচন কমিশনাররা।


ইসির তথ্যানুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড নং ১৫, ১৮, ১৯, ২০ এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে ঢাকা-১৭ আসন গঠিত।


জেবি/এসবি