আশুরা কবে, জানা যাবে কাল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৩৫ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৩
১৪৪৫ হিজরি নববর্ষ ও পবিত্র আশুরার তারিখ নির্ধারণের জন্য সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
মঙ্গলবার (১৮ জুলাই) বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।
সোমবার (১৮ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
আরও পড়ুন: আশুরার তাজিয়া মিছিলে হোসনি দালানে বোমা হামলা, জেএমবির ২ জনের কারাদণ্ড
টেলিফোন নম্বর : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।
ফ্যাক্স নম্বর : ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।
জেবি/ আরএইচ/