যাদুকাটা বালু মহালের সীমানা নির্ধারণ করলেন, জেলা প্রশাসক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


যাদুকাটা বালু মহালের সীমানা নির্ধারণ করলেন, জেলা প্রশাসক

তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তবর্তী নদী যাদুকাটার বালু মহাল-ভারত সীমানার জটিলতা দেখা দেয়ায় বালুমহালের ইজারাদারদের সীমানা নির্ধারণ করে দিলেন-জেলা প্রশাসক। মঙ্গলবার (২৮ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম সরজমিন এসে সার্ভেয়ারের মাধ্যমে ইজারাদারদের উপস্থিতিতে জনসম্মুকে নদীর (উত্তর) পাশে লাল নিশানা টানিয়ে বালু মহাল ও ভারত সীমানা নির্ধারণ করে দেন।

‘জেলা প্রশাসক মো.জাহাঙ্গীল আলম বলেন,যাদুকাটা বালু মহালের সীমানা নিয়ে যেন কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সরকারি সীমানা ও বালু মহাল ইজারাদাদের সীমা রক্ষার সার্থে লাল নিশানা টানিয়ে দেয়া হয়েছে।’

এ সময় সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে-কর্ণেল মো.মাহবুবুর রহমান,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবির,সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন,ব্যবসায়ী জিয়াউল হক, ইজারাদার মো. আজাদ মিয়া,কাজী ফরহাদ হোসেন প্রমুখ।  

‘পরবর্তীতে বাদাঘাট ইউনিয়নের রাজাই মৌজার মানিগাঁও গ্রামে মুজিব বর্ষের উপহার হিসেবে সারাদেশের ন্যায় প্রধানমন্ত্রীর দেয়া তৃতীয় পর্যায়ে গৃহহীন-ভূমিহীনদের গৃহনির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি।’