যে কারণে হিরো আলমের এজেন্টকে বের করে দেওয়া হলো


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৩৩ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৩


যে কারণে হিরো আলমের এজেন্টকে বের করে দেওয়া হলো
ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনে অন্যতম বিতর্কিত প্রার্থী ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটরআশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে। তবে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, যথাযথ ফরম পূরণ করে এজেন্টদের কেন্দ্রে পাঠাননি একতারা প্রতীকের এ প্রার্থী।


সোমবার (১৭ জুলাই) বনানী মডেল স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের উত্তরে রিটার্নিং অফিসার মো. মনির হোসেন জানান, নির্বাচনের একটি নিয়ম-বিধি আছে। সেটা মানেননি হিরো আলম। এজন্য তার এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।


তিনি বলেন, “নির্বাচনে ভোটারদের উপস্থিতি কম, এটা সত্য। তবে ভোটারের সংখ্যা বাড়ছে। আমরা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছি। বেলা বাড়ার সাথে ভোট বাড়বে বলে আশা করছি।”


আরও পড়ুন: নৌকার বিজয় সুনিশ্চিত বললেন মোহাম্মদ এ আরাফাত


রিটার্নিং অফিসার মো. মনির হোসেন আরও বলেন, “আমাদের আয়োজন শতভাগ সুষ্ঠু রয়েছে। আমি ভোটারদের আহ্বান জানাবো, আপনার নির্ভয়ে-নির্বিঘ্নে বিকেল ৪টা অবধি ভোট প্রদানে অংশগ্রহণ করুন।”


আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচনে প্রয়োজনীয় সব নির্দেশনা দেওয়া হয়েছে: ইসি রাশেদা


হিরো আলমের প্রসঙ্গে এ কর্মকর্তা জানান, তিনি আজ সকালেই আমাকে একটা অভিযোগ দিয়েছিলেন যে তার এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। পরে আমরা প্রিজাইডিং অফিসারকে ফোন দিয়ে তা সমাধান করি। তবে আসল সমস্যাটা হলো, তিনি যথাযথ ফরম পূরণ না করেই এজেন্টদের কেন্দ্রে পাঠিয়েছেন। নির্বাচনের তো একটি নিয়ম-বিধি আছে। সেটি মানা হয়নি বলে তাকে (এজেন্ট) ঢুকতে দেওয়া হয়নি।


জেবি/এসবি