প্রধানমন্ত্রীকে কলাগাছের তন্তু থেকে তৈরি শাড়ি উপহার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:৫২ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৩


প্রধানমন্ত্রীকে কলাগাছের তন্তু থেকে তৈরি শাড়ি উপহার
কলাবতী শাড়ি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন বান্দরবানের জেলা প্রশাসক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কলাগাছের তন্তু থেকে তৈরি কলাবতী শাড়ি ও হস্তশিল্পজাত পণ‌্য  দিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি। 


সোমবার (১৭ জুলাই) দুপুরের প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার কক্ষে কলাগাছের তন্তু থেকে প্রস্তুত ৩টি শাড়ি এবং ২টি জুয়েলারি বক্স প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।


আরও পড়ুন: এক সময় শিক্ষাপ্রতিষ্ঠানে ছিল অস্ত্রের ঝনঝনানি: প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এস এম এমরুল কায়েস জানিয়েছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো কলা গাছের তন্তু হতে মনিপুরী ডিজাইনের এই শাড়ি প্রস্তুত করেন মৌলভীবাজারের তাঁতশিল্পী রাধাবতী দেবী। আর প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া শাড়ি ৩টি তৈরি করেছেন অঞ্জলী দেবী ও দত্ত সিংহ।


আরও পড়ুন: বাংলাদেশে এসে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আদানি


এছাড়া পার্বত্য এলাকায় বাসোপযোগী আশ্রয়ণের একটি বিশেষ মাচাং ঘরের মডেল, জেলা ব্র্যান্ডের ক্যালেন্ডার এবং ব্র্যান্ড বুকও বান্দরবানের জেলা প্রশাসক প্রধানমন্ত্রীকে দিয়েছেন। 


জেবি/এসবি