তিতুমীর কলেজ কেন্দ্রে ৫ ঘণ্টায় ১১৬ ভোট
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:০৫ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৩
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। ভোট শুরুর পর থেকে ভোটারের খরা দেখা গেছে কয়েকটি কেন্দ্র ঘুরে। এমন চিত্র সরকারি তিতুমীর কলেজেও। সেখানে একটি কেন্দ্রে পাঁচ ঘণ্টায় ভোট দিয়েছেন মাত্র ১১৬ জন।
সোমবার (১৭ জুলাই) দুপুর কেন্দ্রটিতে ভোটের এমন চিত্র দেখা গেছে।
তিতুমীর কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মেহেদী হাসান জানান, আমার ভোটকেন্দ্রে ১ হাজার ৯০৪ জন ভোটার আছে। তার মধ্যে এখন পর্যন্ত ১১৬ জন ভোট দিয়েছেন।
আরও পড়ুন: দুপুর পর্যন্ত কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই
অন্যদিকে প্রতিষ্ঠানটিতে মহিলা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার একে এম হারুন আল এরশাদ জানান, এই কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ১২৪ জন। বেলা ১১টা নাগাদ ভোট দিয়েছেন ৬৯ জন।
এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল চারটা পর্যন্ত। ব্যালটের মাধ্যমে এমপি নির্বাচিত করতে ভোট দিচ্ছেন গুলশান-বনানীর বাসিন্দারা।
জেবি/ আরএইচ/