ঢাকা-১৭ উপনির্বাচন

ভোট সুষ্ঠু হচ্ছে: ডিএমপি কমিশনার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:১৮ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৩


ভোট সুষ্ঠু হচ্ছে: ডিএমপি কমিশনার
ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট দিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, সুষ্ঠু ভোট হচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


সোমবার (১৭ জুলাই) বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্রে ভোট দিয়ে ডিএমপি কমিশনার এ কথা বলেন।


ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, আমরা দুইজন এখানে ভোট দিয়েছি। আমি মনে করি ভোট দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। নির্বাচনী এলাকায় এখন পর্যন্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে।


আরও পড়ুন: নিরপেক্ষতা না পেলে ডিএমপি কমিশনার হিসেবে নাকে খত দিয়ে চলে যাব


এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেছেন এক প্রার্থী, এ বিষয়ে প্রশ্ন করা হলে ডিএমপি কমিশনার বলেন, ভোট কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার কথা আমাদের কানে আসেনি। আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি সেখানে দেখেছি ৬-৭ জন প্রার্থীর মধ্যে মাত্র দুইজনের এজেন্ট আছে। অনেকে এজেন্ট দিতে পারেননি বা দেননি, এটা আলাদা কথা। তবে এ বিষয়ে সংশ্লিষ্টরাসহ যদি প্রিজাইডিং অফিসাররা আমাদের জানায় তাহলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।


জেবি/ আরএইচ/