হিরো আলমের ওপর হামলা: গ্রেফতারকৃতদের পরিচয় পাওয়া গেছে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৯:২৬ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৩


হিরো আলমের ওপর হামলা: গ্রেফতারকৃতদের পরিচয় পাওয়া গেছে
ফাইল ছবি

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার দেখানো হয়েছে। 


বনানী থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতার সাতজনের নাম-পরিচয়ও পেয়েছে পুলিশ।


গ্রেফতারকৃতরা হলেন-


১. গোপালগঞ্জের কাশিয়ানী থানার ছানোয়ার কাজী (২৮), তিনি বর্তমানে থাকেন মহাখালী ওয়ারলেস গেট এলাকায়।


২. গোপালগঞ্জের মোকসেদপুর থানার বিপ্লব হোসেন (৩১), তার বর্তমান ঠিকানা মিরপুর-১১।


৩. গোপালগঞ্জের মোকসেদপুর থানার মাহমুদুল হাসান মেহেদী (২৭), তার বর্তমান ঠিকানা বনানী।


আরও পড়ুন: হিরো আলম ইস্যুতে ভিডিও দেখে সবাইকে অ্যারেস্ট করা হবে


৪. গোপালগঞ্জ সদরের মোজাহিদ খান (২৭), তার বর্তমান ঠিকানা তেজগাঁও পূর্ব নাখালপাড়া।


৫. কুমিল্লা হোমনা থানার মো. আশিক সরকার (২৪), তার বর্তমান ঠিকানা কড়াইল মোশারফ বাজার, রফিক মিয়ার বাড়ি।


৬. শরীয়তপুরের জাজিরা থানার মো. হৃদয় শেখ (২৪), তার বর্তমান ঠিকানা কড়াইল মোশারফ বাজার, আবুল কাসেম মিয়ার বাড়ি।


৭. গোপালগঞ্জের কাশিয়ানী থানার সোহেল মোল্লা (২৫), তার বর্তমান ঠিকানা খিলক্ষেতের মধ্যপাড়া।


এদিকে হিরো আলমের ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেফতার ছানোয়ার কাজী (২৮) ও বিপ্লব হোসেনের (৩১) তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 


মঙ্গলবার (১৮ জুলাই) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক নুরে উদ্দিন। 


শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব।


মামলার অন্য পাঁচ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। 


অন্যদিকে তাদের আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আসামি মাহমুদুল হাসান মেহেদী, মুজাহিদ খান, আশিক সরকার, হৃদয় শেখ ও সোহেল মোল্লাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।  


হামলার ঘটনায় রাজধানীর বনানী থানায় এ মামলা দায়ের করেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ। মামলায় ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।


জেবি/ আরএইচ/