আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:৩০ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৩


আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী
ছবিতে আন্দোলনরত শিক্ষকরা। ইনসর্টে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠক বসবেন বলে জানা গেছে।


বুধবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৩টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা আছে।


শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।


মাধ্যমিক শিক্ষাব্যবস্থা জাতীয়করণের (সরকারিকরণ) দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে টানা নবম দিনের মতো জাতীয়করণের এক দফা দাবিতে এ কর্মসূচি চলছে।


আরও পড়ুন: যথা সময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে: শিক্ষামন্ত্রী


আন্দোলনরত শিক্ষকরা বলছেন, তারা শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে সরকারিকরণের দাবি নিয়ে রাজপথে অবস্থান করছেন। সরকারিকরণের সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তারা রাজপথেই থাকবেন।


জাতীয়করণের দাবিতে গত ১১ জুলাই থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। এরই মধ্যে গত রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দাবি আদায়ের কর্মসূচি শুরু হয়েছে।


জেবি/ আরএইচ/