Logo

আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২০ জুলাই, ২০২৩, ০১:৩০
48Shares
আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে টানা নবম দিনের মতো জাতীয়করণের এক দফা দাবিতে এ কর্মসূচি চলছে

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠক বসবেন বলে জানা গেছে।

বুধবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৩টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা আছে।

বিজ্ঞাপন

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

মাধ্যমিক শিক্ষাব্যবস্থা জাতীয়করণের (সরকারিকরণ) দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে টানা নবম দিনের মতো জাতীয়করণের এক দফা দাবিতে এ কর্মসূচি চলছে।

বিজ্ঞাপন

আন্দোলনরত শিক্ষকরা বলছেন, তারা শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে সরকারিকরণের দাবি নিয়ে রাজপথে অবস্থান করছেন। সরকারিকরণের সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তারা রাজপথেই থাকবেন।

বিজ্ঞাপন

জাতীয়করণের দাবিতে গত ১১ জুলাই থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। এরই মধ্যে গত রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দাবি আদায়ের কর্মসূচি শুরু হয়েছে।

জেবি/ আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD