Logo

কিশোরগঞ্জে স্কুলে মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন

profile picture
জনবাণী ডেস্ক
২০ জুলাই, ২০২৩, ০১:৫৭
28Shares
কিশোরগঞ্জে স্কুলে মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন
ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মাছুমা আক্তার, উপজেলা প্রাথমিক

বিজ্ঞাপন

কিশোরগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিল্ক ফিডিং কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচিতে অর্থায়ন করছে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের প্রাণি সম্পদ অধিদফতরের প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)।

বুধবার (১৯ জুলাই) কিশোরগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের উত্তর মোকসেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. আবু সাদাত মো. সায়েমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আলী সিদ্দিকী শিক্ষার্থীদের হাতে দুধের প্যাকেট তুলে দিয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মাছুমা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনার কলি নাজনীন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক র. হ. ম. সায়েখুল ইসলাম স্কুল পরিচালনা কমিটির সভাপতি আশরাফুল আলম শরীফ। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এলইও একেএম সিয়াম হোসাইন।

উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. আবু সাদাত মো. সায়েমের বলেন, এলডিডিপি প্রকল্পের আওতায় সারাদেশে ৩০০টি বিদ্যালয়ে পাইলট প্রকল্প হিসেবে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি চালু করা হয়েছে। এ প্রকল্পের আওতায় সদর উপজেলার উত্তর মোকসেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮২ জন শিক্ষার্থী সাপ্তাহে পাঁচ দিম ২০০ মিলি দুধের প্যাকেট পাবে। আগামী ২০২৫ সাল পর্যন্ত এ প্রকল্প চালু থাকবে।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD