হিরো আলমের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৪৩ পূর্বাহ্ন, ২০শে জুলাই ২০২৩
‘ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর যে হামলা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক, এ ধরনের হামলা কাম্য নয়’ বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ১৪ দলের নেতারা।
তাদের এই বক্তব্যে সায় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘নির্বাচনের শেষ সময় হিরো আলমের ওপর আক্রমণ করা দুঃখজনক। যারাই এর সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এই হামলায় যদি দলীয় কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
বুধবার (১৯ জুলাই) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১৪ দলীয় জোটের র্শীষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সূচনা বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: মমতাময়ী প্রধানমন্ত্রী অবশ্যই শিক্ষকদের পাশে দাঁড়াবেন: দোলন
সূচনা বক্তব্যের পরে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় ১৪ দলের নেতাদের কথা শোনেন। তাদের বক্তব্যে ওঠে আসে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনাটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেন, এ ঘটনা দুঃখজনক। এমনকি এই হামলার সঙ্গে যদি আওয়ামী লীগের নেতাকর্মী জড়িত থাকে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে যেসব বিদেশি শক্তি চাপ সৃষ্টি করবে তা মেনে নেওয়া হবে না। দেশের রাজনীতিতে বিদেশিদের কারো মাতব্বরি কাম্য নয়। আমাদের দেশের রাজনীতির সমস্যা নিজেরাই সমাধান করব।’
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সূচনা বক্তব্যে বলেন, ‘আমাদের লক্ষ দেশটাকে এগিয়ে নেওয়া। আমরা সমাজের সবদিকে থেকে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকের বাংলাদেশ সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল।’
জেবি/ আরএইচ/