ঘাটাইলে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ১ জনের
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:০৩ পিএম, ২১শে জুলাই ২০২৩

টাঙ্গাইলের ঘাটাইলে একটি ধান বোঝাই ট্রাক খাদে পড়ে গিয়ে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একজন।
শুক্রবার (২১ জুলাই) ভোরে উপজেলার ব্রাহ্মনশাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি মুহাম্মদ লোকমান হোসেন।
আরও পড়ুন: টাঙ্গাইলের ঘাটাইলে প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১
পুলিশের এস আই বেলাল হোসেন ও স্থানীয়রা জানান, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলা ব্রাহ্মণশাসন মহিলা কলেজের সামনে ধান বোঝাই একটি বিকল ট্রাক দাড় করানো ছিল। পিছন দিক থেকে ইট বোঝাই আরেকটি ট্রাক বিকল ট্রাকটিকে ধাক্কা দিলে ধান বোঝাই ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
ঘাটাইল থানার ওসি মুহাম্মদ লোকমান হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত হেলপার এনামুলের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
