নুর ও রাশেদের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:৫৯ পূর্বাহ্ন, ২২শে জুলাই ২০২৩

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর পল্টনে অবস্থিত প্রিতম-জামান টাওয়ারে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের কেচিগেট গেট ও তালা ভাঙার অভিযোগে এ মামলা দায়ের করা হয়।
বৃহস্পতিবার (২০ জুলাই)) রাতে ভবনের মালিক মশিউর জামান বাদী হয়ে মামলাটি করেন। শুক্রবার (২১ জুলাই) রাতে পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: তালা ভেঙে কার্যালয়ে প্রবেশের চেষ্টা, নুরপন্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ
তিনি বলেন, “মামলায় এজাহারনামীয় আসামি ১৭ জন। অজ্ঞাত আসামি ৭৫-৮০ জন। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের মাধ্যমে কুষ্টিয়ায় এনসিপির কর্মসূচি শুরু

আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র চলছে: শামসুজ্জামান দুদু

দীর্ঘ ৩৫ বছরের দলীয় অবস্থান পরিবর্তন করেছে বিএনপি: সালাহউদ্দিন

ফ্যাসিবাদের দেখেও যাদের শিক্ষা হয়নি তাদের পরিণতিও একই হবে: নাহিদ
