রামপুরায় ট্রাকের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৩৯ অপরাহ্ন, ২৩শে জুলাই ২০২৩


রামপুরায় ট্রাকের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীর রামপুরায় বেটার লাইফ হাসপাতালের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলক গোমেজ (২১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। পুলক মার্টিন লুথার কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।


রবিবার (২৩ জুলাই) ভোর রাতের দিকে এই দুর্ঘটনা ঘটে।


নিহত শিক্ষার্থীর দুলাভাই রনি জানান, পুলক ও তার বন্ধু হাসান রাতে বিরিয়ানি খাওয়ার জন্য পুরান ঢাকার নাজিরা বাজারে যায়। সেখান থেকে মোটরসাইকেলে করে নর্দার বাসায় ফেরার পথে রামপুরা এলাকায় দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে হাসান ও পুলক দুজনেই ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাদের প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত হাসান বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।


আরও পড়ুন: ব্ল্যাকমেইল করছিলেন জেপি নেতা সালাম, বান্ধবীর নির্যাতনে মৃত্যু


তিনি আরও জানান, বর্তমানে সে নর্দা এলাকায় থাকতো। তার বাড়ি গাজীপুরের কালিগঞ্জ থানার নাগরি এলাকায়। সে বিপিন গোমেজের ছেলে ছিল।


ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।


জেবি/ আরএইচ/