ভাঙ্গায় বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল আপন দুই ভাইয়ের


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৪০ পিএম, ২৪শে জুলাই ২০২৩


ভাঙ্গায় বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল আপন দুই ভাইয়ের
ছবি: জনবাণী

ভাঙ্গায় রাস্তা পারাপারের সময় বাসের চাকায় পিষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। 


ঘটনাটি ঘটেছে সোমবার (২৪ জুলাই) দুপুর ২ টার দিকে ভাঙ্গা পৌরসভার হাসামদিয়া ব্রিজের ঢালে।


ভাঙ্গা হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর জুয়েল শেখ জানান, ভাঙ্গা বিশ্ব রোড গোল চত্বরের কাছে ভাঙ্গা-ঢাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেস ওয়ের হাসাম দিয়া ব্রিজের নিকটে ভাঙ্গা থেকে ঢাকাগামী ইলিশ পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আপন দুই ভাই মৃত্যুবরণ করেছেন। 


আরও পড়ুন: ভাঙ্গায় খাঁচায় মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ


নিহতরা হলেন মেহেরপুর উপজেলার সদর থানার নতুন দরবেশপুর গ্রামের আদম আলীর পুত্র মাহফুজুর রহমান (২৯) এবং হামিম (১১)। 


ইলিশ পরিবহনের গাড়ি টি পুলিশের হেফাজতে রয়েছে। চালক পলাতক।


জেবি/ আরএইচ/