ভারতে মুসলিম জনসংখ্যা ১৯.৭ কোটি


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:২১ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৩


ভারতে মুসলিম জনসংখ্যা ১৯.৭ কোটি
ছবি: ইকনোমিকস টাইমস

১৪০ কোটি জনসংখ্যার দেশ ভারতে মুসলমানদের সংখ্যাও অনেক। তবে এটি ঠিক কতো সেটি সংসদে জানতে চেয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মালা রায়। তার প্রশ্নের লিখিত জবাব দিয়েছেন ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানি।


স্মৃতি ইরানি সংসদে জানিয়েছেন, ২০২৩ সালের জন্য ভারতে আনুমানিক মুসলিম জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৯.৭ কোটি।


স্মৃতি ইরানি জানান, ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মুসলমানরা মোট জনসংখ্যার ১৪.২ শতাংশ ছিল। অনুমান করা হচ্ছে ২০২৩ সালের মধ্যে তাদের জনসংখ্যা ১৯.৭ কোটিতে পৌঁছবে, যা ২০১১ সালের তুলনায় ২.৫ কোটি বেশি।


মন্ত্রী জানিয়েছেন, ২০২৩ সালের জন্য ভারতের আনুমানিক জনসংখ্যা হবে ১৩৮.৮ কোটি। ১৪.২ শতাংশ মুসলিম জনসংখ্যার হিসেব ধরলে ২০২৩ সালে মুসলমানদের জনসংখ্যা দাঁড়াবে প্রায় ১৯.৭ কোটি।


আরও পড়ুন: মুসলমানরা ভালোবাসায় বিশ্বাসী, ভারতে এসে মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব


জনসংখ্যা বিষয়ক তথ্য ছাড়াও সাক্ষরতার হার, শ্রমশক্তির অংশগ্রহণ এবং আবাসন, বাথরুম এবং পানির মতো প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ভোক্তাদের সম্পর্কেও বিশদ বিবরণ দিয়েছেন ভারতের মন্ত্রী।


তৃণমূল কংগ্রেস নেত্রী মালা রায় দেশের মুসলিম জনসংখ্যা বিষয়ক তথ্যগুলো জানতে চেয়েছিলেন।


জাতিসংঘের হিসাবে এ বছরের মাঝামাঝি চীনকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম জনগোষ্ঠীর দেশ হওয়ার কথা ভারতের। অবশ্য কিছু বিশ্লেষকের ধারণা, বাস্তবে ইতোমধ্যে চীনের জনসংখ্যাকে ছাপিয়ে গিয়েছে ভারত।


সূত্র: হিন্দুস্তান টাইমস


জেবি/ আরএইচ/