ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু ১ আগস্ট: রেলমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:১৭ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৩
রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, দীর্ঘ প্রায় আট মাস বন্ধ থাকার পর আগামী ১ আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু হবে। পাশাপাশি অল্প সময়ের মধ্যে ডাবল লাইন প্রকল্পের কাজ পুনরায় শুরু করা হবে।
মঙ্গলবার (২৫ জুলাই) ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, “আগামী অক্টোবরের শুরুর দিকে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল কার্যক্রম উদ্বোধন করা হবে। এখন কমলাপুর থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রায়াল লেন শুরুর প্রক্রিয়া চলছে। একটি পূর্ণাঙ্গ ট্রেন দিয়ে ট্রায়াল লেনের ব্যবস্থা করা হয়েছে।”
আরও পড়ুন: ঢাকা-ভাঙ্গায় ট্রেন চলাচল শুরু কবে, জানালেন রেলমন্ত্রী
তিনি আরও বলেন, “চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচল প্রকল্পের কাজ শেষ করে আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাসের মধ্যেই রেল চলাচল চালু কার্যক্রম উদ্বোধন করা হবে।”
আরও পড়ুন: ঢাকা থেকে কক্সবাজারে ট্রেন আসবে সেপ্টেম্বরে: রেলমন্ত্রী
এর আগে গেল বছরের ৪ ডিসেম্বর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে রেলওয়ে। এরপর থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।
জেবি/এসবি