সোনাগাজীতে মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার প্রদান


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৩০ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৩


সোনাগাজীতে মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার প্রদান
ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোনাগাজীতে সপ্তাহব্যাপী নানান কর্মসূচি আয়োজন করা হয়েছে। 


মঙ্গলবার (২৫জুলাই) সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে র‌্যালী, মৎস্য খাতে সাফল্য তুলে ধরে প্রামাণ্যচিত্র প্রদর্শন, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। 


আরও পড়ুন: সোনাগাজীতে সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া


উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌরমেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ মানুষ এড রফিকুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর মফিজুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওতুল হক বিটু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী আবু সুফিয়ান, উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উম্মে রুমা ও উপজেলার মৎস্যচাষীবৃন্দ উপস্থিত ছিলেন। 


আরও পড়ুন: সূর্যমুখীর হাসিতে হাসছে সোনাগাজীর কৃষক


এসময় স্থানীয় পর্যায়ে মাছ চাষে সফল চাষী ও উদ্যোক্তাদের ৪ জনকে পুরস্কার প্রদান করা হয়।


জেবি/এসবি