দামুড়হুদায় মৎস্য সপ্তাহে আলোচনা ও পুরস্কার বিতরণ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৫৮ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৩


দামুড়হুদায় মৎস্য সপ্তাহে আলোচনা ও পুরস্কার বিতরণ
ছবি: জনবাণী

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার দামুড়হুদায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ দিবস উপলক্ষে র‌্যালি, মাছের পোনা অবমুক্ত ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


এ উপলক্ষে মঙ্গলবার (২৫ জুলাই) দামুড়হুদা উপজেলা পরিষদের সামনে থেকে  র‌্যালি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। র‌্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা অংশ নেয়। 


আরও পড়ুন: দামুড়হুদা-জীবনগর ও দর্শনার স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত


পরে আলোচনা সভায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা  উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আলী মুনসুর বাবু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস,   উপজেলা ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম, আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, উপজেলা মৎস্য কর্মকর্তা হামিদুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলীসহ উপজেলার সকল মৎস্যজীবি সমবায় সমিতির নেতৃবৃন্দ।


অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার হারুন অর রশীদ। পরে বিভিন্ন ক্যাটাগরিতে মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।


জেবি/ আরএইচ/