দামুড়হুদা-জীবনগর ও দর্শনার স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৫০ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৩


দামুড়হুদা-জীবনগর ও দর্শনার স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত
ছবি: দৈনিক জণবাণী

চুয়াডাঙ্গার দর্শনায় “এসো উদ্যোক্তা গড়ি স্লোগানে” দামুড়হুদা, জীবনগর ও দর্শনা  স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে এক জাকজমকপূর্ণ সেমিনার  অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৮ জুলাই) বেলা ১১ টার সময় জেসিআই ঢাকা অ্যাস্ট্রালের  উদ্যোগে প্রায় ৫শ স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও স্কুল কলেজের শিক্ষকদের নিয়ে দর্শনা কমিউনিটি অডিটরিয়াম হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে জেসিআই ঢাকা অ্যাস্ট্রালের সভাপতি খন্দকার নাইমুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক  আলী মুনসুর বাবু, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার  আলামিন, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রুস্তম আলী,নাগরীক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ। 


আরও পড়ুন: দর্শনায় ৩ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার


আরও উপস্থিত ছিলেন খন্দকার নাইমুল হাসান সভাপতি, জিসিআই ঢাকা অ্যাস্ট্রাল, পরিচালক খন্দকার গ্রুপ অফ কোম্পানিজ, আব্দুল্লাহ আল রাশিদ তুর্জ সহ-সভাপতি জিসিআই ঢাকা অ্যাস্ট্রাল, পরিচালক গ্লোব ফার্মাসিউটিক্যালস এন্ড গ্রুপ অফ কোম্পানি, ইশতিয়াক আহমেদ মল্লিক, নির্বাহী সহ-সভাপতি জিসিআই ঢাকা অ্যাস্ট্রাল, মোস্তফা আক্তার মহিউদ্দিন, মাগুরা গ্রুপের গ্রুপ পরিচালক মাগুরা এগ্রিকালচারের চেয়ারম্যান, মোস্তফা জাফির মহিউদ্দিন, সদস্য জিসিআই ঢাকা অ্যাস্ট্রাল,পরিচালক খোশরোজ কিতাব মহল,মাগুরা এগ্রিকালচার পার্কের পরিচালক।


আরও পড়ুন: দর্শনা সীমান্তে ১১টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১


সামিদ রাজ্জাক, ট্রেনিং কমিশনার জিসিআই ঢাকা অ্যাস্ট্রাল,সহ-সভাপতি মাল্টিন্যাশনাল কর্পোরেশন। অনুষ্নঠাটি সঞ্চালনায় করেন জেসিআই অ্যাস্ট্রালের পরিচালক  মুন্তাসির আজগার আকাশ।


জেবি/এসবি