নির্বাচনের আগে বিদেশিদের সফর, ভালো কিছুর ইঙ্গিত করলেন আইনমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:১১ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৩


নির্বাচনের আগে বিদেশিদের সফর, ভালো কিছুর ইঙ্গিত করলেন আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন দেশের কর্মকর্তাদের বাংলাদেশ সফরের বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, বিদেশিদের এই সফরের মধ্য দিয়ে ভুল বুঝাবুঝিগুলো দূর হচ্ছে।


ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার (২৫ জুলাই) সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।


বৈঠক শেষে সাংবাদিকরা আইনমন্ত্রীর কাছে জানতে চান, বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা সম্প্রতি বাংলাদেশে এসে বিভিন্নজনের সঙ্গে বৈঠক করেছেন। এতে সরকার চাপ অনুভব করছে কি না। জবাবে আনিসুল হক বলেন, ‘সারা পৃথিবী একটা গ্লোবাল ভিলেজ হয়ে গেছে। এখানে পরস্পর পরস্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার জন্য কিন্তু অনেক আলাপ-আলোচনায় নিয়োজিত হয়। আমি সেই আলোকেই নিচ্ছি।’


আরও পড়ুন: শেখ হাসিনা ছাড়া দেশের ভবিষ্যৎ অন্ধকার: আইনমন্ত্রী


আইনমন্ত্রী বলেন, ‘আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ। কিন্তু আমাদের বন্ধু আছে তারা আমাদের অবশ্যই অনেক কথা জিজ্ঞেস করতে পারেন। আবার অনেক কথা তাদেরকে আমরা জিজ্ঞেস করতে পারি। আমি মনে করি এই আলোচনাগুলো আমাদের মধ্যে যদি কোথাও, কখনো কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে, সেগুলো দূর করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেগুলোর অনেক ক্ষেত্রেই দূর হচ্ছে বলে মনে করি।’


আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই সংশোধিত ডিজিটাল নিরাপত্তা আইন সংসদে পাস হবে বলে ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোরকে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির সঙ্গে আমাদের ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে আলোচনা হয়েছে৷ আমি উনাকে বলেছি, আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি।


জেবি/ আরএইচ/