দেশে ফিরেছেন ৯৫ হাজার ৪০৯ হাজি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:৪২ পূর্বাহ্ন, ২৬শে জুলাই ২০২৩


দেশে ফিরেছেন ৯৫ হাজার ৪০৯ হাজি
দেশে ফিরছেন হাজিরা

সৌদি আরবে হজ পালন শেষে গত ২ জুলাই থেকে শুরু হওয়া ফিরতি ২৫৫টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৯৫ হাজার ৪০৯ জন হাজি।


মঙ্গলবার (২৫ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়,  মঙ্গলবার পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ছিল ২৫৫টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ১২০টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৯৫টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৪০টি।


আরও পড়ুন: দেশে ফিরেছেন ৯৪ হাজার ২৫৩ জন হাজি


গেল ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। এসব হজযাত্রী বহন করতে মোট ফ্লাইট পরিচালনা করা হয় ৩২৫টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইনস ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করে।


জেবি/এসবি