ডিএমপির আট উপ-পুলিশ কমিশনারকে পদোন্নতি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:০৮ অপরাহ্ন, ২৬শে জুলাই ২০২৩
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার আটজন কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই পদায়ন করা হয়।
আরও পড়ুন: বিশেষ পদোন্নতি পাচ্ছেন পুলিশের ৫২৯ ঊর্ধ্বতন কর্মকর্তা
পদায়নকৃত কর্মকর্তাদের মধ্যে মোহাম্মদ মাহবুব হাসানকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে, মোস্তাক আহমেদকে এস্টেট বিভাগে, কাজী আশরাফুল আজীমকে সিটি অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগে, মোহাম্মদ মেহেদী হাসানকে প্রটেকশন বিভাগে, মোহাম্মদ আশরাফ ইমামকে পিওএম পশ্চিম বিভাগে, মোমতাজুল এহাসন আহাম্মদ হুমায়ুনকে সচিবালয় নিরাপত্তা বিভাগে, মোহাম্মদ আশরাফুল ইসলামকে ডিবি তেজগাঁও বিভাগে এবং তারেক আহমেদকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগে বদলি করা হয়।
জেবি/এসবি