নয়াপল্টনে বাড়ছে নেতাকর্মী, সতর্ক অবস্থানে পুলিশ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:২৯ পিএম, ২৬শে জুলাই ২০২৩

এখনও মহা-সমাবেশের অনুমতি পায়নি বিএনপি। তবুও নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বাড়ছে পুলিশের উপস্থিতি। একইসঙ্গে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বুধবার (২৬ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা গেছে, নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং আশপাশের গলিতে জড়ো হতে শুরু করেছে নেতাকর্মীরা। আর কার্যালয়ের ভেতরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে চলছে স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক। অন্যদিকে কার্যালয়ের পাশে বাড়ছে পুলিশের উপস্থিতিও।
আরও পড়ুন: রাজধানীর যেসব স্থানে সমাবেশ আগামীকাল
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সাংবাদিকদেরকে জানান, নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে করার সব ধরনের প্রস্তুতি রয়েছে।
এদিন বেলা সাড়ে ৪টার দিকে মহা-সমাবেশের প্রস্তুতিসহ সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করার কথা ছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি: শাহবাগে শিবিরের স্লোগান

ঢাবি শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে নেতৃত্ব বেছে নিয়েছে: শিবির সভাপতি

ডাকসু নির্বাচনে বিজয় পেলেও মিছিল নয়, শান্ত থাকার নির্দেশ জামায়াতের

প্রাথমিকে সঙ্গীতের ওপর গুরুত্ব আরোপ জাতির ভবিষ্যতের জন্য হুমকি
