গোলাপবাগে সমাবেশের অনুমতি দেবে পুলিশ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:২১ অপরাহ্ন, ২৬শে জুলাই ২০২৩
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, সোহরাওয়ার্দী উদ্যানে নয়, গোলাপবাগ মাঠে বিএনপিসহ ৯টি রাজনৈতিক দলের সমাবেশ করার অনুমতি দেবে।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, সোহরাওয়ার্দী উদ্যানে সভা-সমাবেশ করার বিষয়ে উচ্চ আদালতের অবজারভেশন রয়েছে। আমরা বিএনপির প্রতিনিধি দলকে গোলাপবাগ মাঠ দেখতে বলেছি।
এর আগে আজ বুধবার (২৬ জুলাই) সকালে পবিত্র আশুরা উপলক্ষে নিরাপত্তা ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপিসহ ৯টি রাজনৈতিক দল সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে। আমরা পর্যালোচনা শেষে কয়েকটি দলকে অনুমতি দেবো।’
মানুষের ভোগান্তির কথা উল্লেখ করে খন্দকার গোলাম ফারুক বলেন, ‘যারা অনুমতি পাবে, রাজনৈতিক সমাবেশ করা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ঢাকা মহানগর পুলিশের কর্তব্য।’
আরও পড়ুন: বিএনপিকে গোলাপবাগ মাঠে মহাসমাবেশ করতে পুলিশের পরামর্শ
তিনি বলেন, ‘গণমাধ্যমের মাধ্যমে সব রাজনৈতিক দলের প্রতি অনুরোধ করবো, ওয়ার্কিং ডে-তে বিশাল বিশাল সমাবেশ করে ঢাকার মানুষকে থামিয়ে দেওয়া, লাখ লাখ মানুষকে রাস্তায় আটকে রাখার বিষয়টি বন্ধ করুন। ভবিষ্যতে এমন পরিকল্পনা পরিবর্তন করে বন্ধের দিনে নিয়ে যান।’
সমাবেশে লাঠিসোঁটা ও ব্যাগ আনা যাবে না উল্লেখ করে খন্দকার গোলাম ফারুক বলেন, ‘ব্যাগে কোনও ধরনের বিস্ফোরক থাকতে পারে। আপনারা কর্মসূচি করেন কিন্তু জনগণকে কষ্ট না দিয়ে।
জেবি/ আরএইচ/