বিএনপিকে গোলাপবাগ মাঠে মহাসমাবেশ করতে পুলিশের পরামর্শ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ২৬শে জুলাই ২০২৩


বিএনপিকে গোলাপবাগ মাঠে মহাসমাবেশ করতে পুলিশের পরামর্শ
ফাইল ছবি

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) ঢাকার নয়াপল্টনে মহাসমাবেশ করার পরিকল্পনা রয়েছে বিএনপির। তবে দলটিকে রাজধানীর গোলাপবাগ মাঠে মহাসমাবেশ আয়োজনের পরামর্শ দিয়েছে পুলিশ।


বুধবার (২৬ জুলাই) বিষয়টি ফোনে বিএনপি নেতাদের জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। 


তিনি জানান, বিএনপিকে গোলাপবাগ মাঠ দেখতে যেতে বলা হয়েছে। যানজটের কারণে জনদুর্ভোগ বিবেচনায় নয়াপল্টনে এবং ‘হাইকোর্টের অবজারভেশন’ থাকায় সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করা যাবে না। 


আরও পড়ুন: ২৭ জুলাইয়ের মহাসমাবেশ হবে শান্তিপূর্ণ বললেন রিজভী


এর আগে গেল ২২ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ থেকে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, “মনে রাখতে হবে, আমরা একটা নতুন বাংলাদেশের জন্য সংগ্রাম করছি। এখন বক্তব্য নয়। এখন দাবি আদায়ের পালা। দফা এক, দাবি এক—শেখ হাসিনার পদত্যাগ। এক দফা যদি না মানে, তাহলে ফয়সালা হবে রাজপথে।”


জেবি/এসবি