২৭ জুলাইয়ের মহাসমাবেশ হবে শান্তিপূর্ণ বললেন রিজভী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ২৬শে জুলাই ২০২৩


২৭ জুলাইয়ের মহাসমাবেশ হবে শান্তিপূর্ণ বললেন রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি ঘোষিত ২৭ জুলাইয়ের মহাসমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে  জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


বুধবার (২৬ জুলাই)  দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


রিজভী বলেন, “মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকার আশপাশের জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা এসেছেন। সবাই উৎসবমুখর মনোভাব নিয়ে আসতে শুরু করেছেন। ২৭ জুলাইয়ের মহাসমাবেশ শান্তিপূর্ণ, সফল ও সার্থক হবে। সমাবেশে দেশের জনগণকে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।”


আরও পড়ুন: বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি


তিনি আরও বলেন, “মহাসমাবেশ নয়াপল্টনে হাবে নাকি সোহরাওয়ার্দী উদ্যানে হবে সেটি জানতে আমরা প্রশাসনকে চিঠি দিয়েছি। কিছুক্ষণের মধ্যে আমরা এ বিষয়ে জানব। তখন আপনাদের জানিয়ে দেওয়া হবে।”


রিজভী বলেন, “বিএনপি মনে করে বর্তমান সরকার ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যা ২০১৪ সালে এবং ২০১৮ সালের নির্বাচনে প্রমাণিত হয়েছে।”


জেবি/এসবি