কালীগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:০৫ পিএম, ২৬শে জুলাই ২০২৩

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গাজীপুরের কালীগঞ্জের বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।
বুধবার (২৬ জুলাই) বিকেলে কালীগঞ্জের বিভিন্ন পয়েন্টে বাস, ট্রাক, মোটরসাইকেল, সিএনজি, অটোরিক্সার লাইসেন্স ও রুট পারমিট যাচাই বাছাই করা হয় এবং অনুমোদনবিহীন বেশ কিছু যানবাহনকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় তিনটি মামলা দায়ের ও ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়
এ সময় কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল কাইয়ুম, বেঞ্চ সহকারী মাহবুবুল আলমসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
