গুইমারায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ২৭শে জুলাই ২০২৩


গুইমারায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ছবি: জনবাণী

খাগড়াছড়ির গুইমারায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। 


বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে গুইমারা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে শুরু হয় স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিকতা। 


পরে দোয়া মিলাদ,আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়। 


এতে প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা। 


আরও পড়ুন: গুইমারায় প্রশাসনিক অবকাঠামো নির্মাণের স্থান পরিদর্শনে ইউএন


গুইমারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মংসুইচিং মারমা (শাস্যে) এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সম্রাট শীলের সঞ্চালনায় এতে গুইমারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গুইমারা ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, শ্রম বিষয়ক সম্পাদক রুস্তম তালুকদার,উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব শীল, সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম মীর, গুইমারা উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল করিম শুভ, সাবেক ছাত্রলীগ সভাপতি আনন্দ সোম অংশ নেয়।  


পরে আলোচনা সভায় বক্তারা, স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাসহ ২৯তম বছরে নানা কর্মকান্ড ও দেশের জনমানুষের কাজে নিজেদের আত্ম নিয়োগের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের দেশের উন্নয়নে কাজ করার আহবান জানান। 


জেবি/ আরএইচ