১০০ রুপির কয়েন আনছে ভারত জানালেন মোদি


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২:৫৯ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৩


১০০ রুপির কয়েন আনছে ভারত জানালেন মোদি
ছবি অলংকরণ। জনবাণী

ভারত এবার ১০০ রুপির কয়েন আনতে চলেছে। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি। 


দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৩০ এপ্রিল তার রেডিও প্রোগ্রাম মন কি বাতের একশ তম পর্বে এই কয়েন চালু করবেন।


এছাড়াও এনডিটিভি বলেছে, ভারতে এই বছর জি২০ এর শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। এর বর্তমান প্রেসিডেন্ট ভারত। ১০০ ও ৭৫ রুপির কয়েন প্রকাশের আরেকটি লক্ষ্যও এটি।


খবরে বলা হয়েছে, এই পর্বটিকে স্মরণীয় করে রাখতেই ১০০ রুপির একটি স্মারক কয়েন আনা হচ্ছে। এছাড়া মন কি বাত এর ১০০ তম পর্বকে বিশেষ করে তুলতে আরও একাধিক পরিকল্পনা নিয়েছে ভারত সরকার।


আরও পড়ুন: মোদির বাসভবনের ওপর রহস্যময় ড্রোন


যদিও প্রচলিত মুদ্রা হিসেবে নয়, শুধু স্মারক মুদ্রা হিসাবেই তৈরি করা হবে এই কয়েন। নতুন কয়েনের আকার হবে ৪৪ মিলিমিটারের কাছাকাছি। থাকবে চারটি ধাতুর মিশ্রন। এতে থাকবে ৫০ শতাংশ রুপা, ৪০ শতাংশ তামা, ০.৫ শতাংশ নিকেল এবং ০.৫ শতাংশ দস্তা। 


খবরে বলা হয়েছে, অশোক স্তম্ভের সিংহ থাকবে কয়েনের উল্টোদিকে ঠিক মাঝখানে। ঠিক তার নিচে লেখা থাকবে ‘সত্যমেব জয়তে’। বাঁ দিকে দেবনাগরি হরফে ভারত লেখা থাকবে। ডানদিকে ইংরেজিতে লেখা থাকবে ইন্ডিয়া। কয়েনে রুপির প্রতীক ‘₹’ এর পাশাপাশি অশোক স্তম্ভের সিংহের মূর্তির তলায় আন্তর্জাতিক সংখ্যায় ১০০ উল্লিখিত থাকবে। অন্যদিকে মন কি বাতের একশোতম পর্বে যেহেতু এই কয়েনের আত্মপ্রকাশ ঘটবে তাই সে উপলক্ষেও থাকছে চমক।


সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, কয়েনে থাকবে মন কি বাত প্রোগ্রামের লোগোও। শব্দ তরঙ্গসহ থাকবে একটি মাইক্রোফোনের ছবি। ২০২৩ সালে যে এটি তৈরি তারও উল্লেখ থাকবে।


জেবি/ আরএইচ/