বিকেলে আ.লীগের তিন সংগঠনের জরুরি সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:৫২ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৩

শান্তি সমাবেশের পূর্ব প্রস্তুতি উপলক্ষে জরুরি সংবাদ সম্মেলনে বসছে আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকাল ৫টায় বঙ্গবন্ধু এভিনিউতে ছাত্রলীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে বলে জানা হবে।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, যুবলীগের দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের এই তিন সংগঠনের যৌথ উদ্যোগে শুক্রবার বিকাল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ২৩ শর্তে সমাবেশের অনুমতি পেল আ.লীগ-বিএনপি
শান্তি সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হুসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কিছু গণমাধ্যম দুর্নীতিবাজদের ফেরেশতা বানায়, সৎদের হেনস্তা করে: হাসনাত

শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের মাধ্যমে কুষ্টিয়ায় এনসিপির কর্মসূচি শুরু

আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র চলছে: শামসুজ্জামান দুদু

দীর্ঘ ৩৫ বছরের দলীয় অবস্থান পরিবর্তন করেছে বিএনপি: সালাহউদ্দিন
