মিছিলের পর মিছিল আসছে, স্লোগানে মুখরিত নয়াপল্টন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:১৪ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৩
বর্তমান সরকারের পদত্যাগসহ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে এ মহাসমাবেশ করছে বিএনপি।
এদিকে মহাসমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীর ঢল নেমেছে। লোকে লোকারণ্য হয়ে গেছে বিএনপির এ সমাবেশ। নয়া পল্টন যেন আজ জনসমুদ্র।
বিএনপি ঢাকায় মহাসমাবেশ করে সরকার পতনের একদফার আন্দোলনকে তরান্বিত করতে ও নতুন কর্মসূচির ঘোষণা দিবে আজ। এ মহাসমাবেশে যোগ দিতে ভোর থেকেই ছুটছে আসছে নেতাকর্মীরা। নয়া পল্টনে জনতার স্রোত লক্ষ্য করা যাচ্ছে।
শুক্রবার (২৮ জুলাই) দুপুরে নয়াপল্টন দলটির কেন্দ্রীয় অফিস সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সময় যতই যাচ্ছে জন সমাগম বাড়ছে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে। দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও গতকাল রাত থেকেই নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা।
পুলিশের ২৩ শর্ত যুক্ত ৩ঘণ্টার এ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরও পড়ুন: আ.লীগের শান্তি সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
সারাদেশের নেতাকর্মীরা অংশ নেবেন এ মহাসমাবেশ। গতকাল থেকেই ঢাকার বাহিরে থেকে আসা নেতাকর্মীরা নয়া পল্টনে শো ডাউন ও মিছিল করে। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিয়ে খণ্ড খণ্ড মিছিল নেতা কর্মীরা জড়ো হচ্ছেন। হাতে হাতে রয়েছে ব্যানার, ফেস্টুন, প্লে কার্ড দেখা যাচ্ছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়াপল্টন।
সরেজমিনে দেখা যাচ্ছে, মৎস্য ভবন, কাকরাইল, মালিবাগ, মতিঝিল, ফকিরাপুল, পল্টন, মগবাজার এলাকা থেকে মিছিল নিয়ে নয়া পল্টনের দিকে আসছেন নেতাকর্মীরা। নয়াপল্টনের ভিআইপি সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। মঞ্চে প্রতিবাদী ও দলীয় সঙ্গিত পরিবেশন করা হচ্ছে। ইতোমধ্যে নয়টি ট্রাক দিয়ে তৈরি করা হয়েছে মঞ্চ।
ঢাকায় বিএনপির মহাসমাবেশে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্তের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে নয়া পল্টনে আসছেন। তবে নয়া পল্টন এলাকায় নেতাকর্মীদের এসব মিছিল আশেপাশের সড়ক ও অলিগলিতে অবস্থান নিচ্ছেন।
জেবি/ আরএইচ/