আওয়ামী লীগ চাইলে বিএনপি ১০ মিনিট রাজপথে টিকে থাকতে পারবে না বললেন সাচ্চু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:৫২ পিএম, ২৮শে জুলাই ২০২৩


আওয়ামী লীগ চাইলে বিএনপি ১০ মিনিট রাজপথে টিকে থাকতে পারবে না বললেন সাচ্চু
ছবি: সংগৃহীত

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেছেন, বিএনপি প্রয়োজনে আগামী জাতীয় নির্বাচনে সারা বিশ্ব থেকে নির্বাচনী পর্যবেক্ষক নিয়ে আসুক।


শুক্রবার (২৮ জুলাই) বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ মন্তব্য করেন। 


আরও পড়ুন: এবার আমরা দেখাব কত ধানে কত চাল বিএনপিকে বললেন ইনান


তিনি বলেন, ‘আওয়ামী লীগ চাইলে বিএনপি ১০ মিনিট রাজপথে টিকে থাকতে পারবে না। কিন্তু আওয়ামী লীগ আইনের শাসনে বিশ্বাস করে।’


সাচ্চু বলেন, সবার মিছিল মিটিং করার অধিকার রয়েছে। কিন্তু কেউ যদি মিছিল মিটিংয়ের নামে অশান্তি-অরাজকতা তৈরি করে, তাদেরকে যুবলীগ, স্বেচ্ছাসবক লীগ ও ছাত্রলীগ প্রতিরোধ করবে। কোনো ছাড় দেওয়া হবে না।


জেবি/ আরএইচ/