ঢাকার সব প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচি ঘোষণা করলেন ফখরুল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৪২ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৩

সরকার পতনের এক দফা দাবিতে রাজধানী ঢাকার সব প্রবেশ মুখে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। আগামীকাল শনিবার (২৯ জুলাই) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে।
শুক্রবার (২৮ জুলাই) নয়াপল্টনের মহাসমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, নির্বাচনের তারিখ, নির্বাচন কমিশন পুনর্গঠন করে অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক বিশ্বাসযোগ্য নির্বাচনের এক দফা দাবিতে আগামীকাল শনিবার ঢাকার সব গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করব।
আরও পড়ুন: মহাসমাবেশে এসে বিএনপি নেতার মৃত্যু
এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজনৈতিক বন্দিদের মুক্তি, তারেক রহমানসহ সবার মামলা প্রত্যাহার, সাজা বাতিলের দাবি জানান।
তিনি বলেন, আমাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি। এটা সাংবিধানিক অধিকার। আমরা আশা করব প্রশাসন এই কর্মসূচিকে শান্তিপূর্ণভাবে পালনে সহযোগিতা করবে, তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবে।
জেবি/ আরএইচ.
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কিছু গণমাধ্যম দুর্নীতিবাজদের ফেরেশতা বানায়, সৎদের হেনস্তা করে: হাসনাত

শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের মাধ্যমে কুষ্টিয়ায় এনসিপির কর্মসূচি শুরু

আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র চলছে: শামসুজ্জামান দুদু

দীর্ঘ ৩৫ বছরের দলীয় অবস্থান পরিবর্তন করেছে বিএনপি: সালাহউদ্দিন
