৮ মাসের শিশুকে বিক্রি করে আইফোন কিনলেন মা-বাবা


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯:২২ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৩


৮ মাসের শিশুকে বিক্রি করে আইফোন কিনলেন মা-বাবা
প্রতীকী ছবি

নিজেদের করা ভিডিও ইনস্টগ্রামের রিল হিসেবে প্রকাশ করার জন্য দামী আইফোন কিনতে ৮ মাসের ছোট সন্তানকে বিক্রি করে দিয়েছেন এক বাবা-মা। এ ঘটনায় ওই শিশুর মাকে আটক করেছে পুলিশ।


শুক্রবার (২৮ জুলাই) ভারতীয় বার্তা সংস্থা ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 


ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার পানিহাটির গঙ্গানগর এলাকার বাসিন্দা ওই দম্পতি।


প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ পরগণার বাসিন্দা জয়দেব ঘোষ ও সাথী ঘোষের সাত বছর বয়সী একটি মেয়ে ও আট মাসের একটি ছেলে রয়েছে। শিশুটিকে মাত্র ২ লাখ রুপিতে বিক্রি করে দেওয়া হয়েছিল। এরপর তারা দিঘা সমুদ্র সৈকতসহ বিভিন্ন জায়গায় ভ্রমণে যান এবং একটি মোবাইল ফোনও কেনেন।


আরও পড়ুন: বাংলাদেশের কারণে পশ্চিমবঙ্গে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে: মমতা


পুলিশ এরইমধ্যে সাথী ঘোষকে আটক করেছে। তবে তার স্বামী পলাতক। তাকে ধরতে অভিযান চলছে। এই ঘটনায় ওই দম্পতি ও যে মহিলা শিশুটিকে কিনেছেন তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।


পুলিশ বলছে, ফোনে ভিডিও করে তা ইনস্টগ্রামের রিল হিসেবে প্রকাশ করার জন্যই এই দম্পতি সন্তান বিক্রি করে আইফোন-১৪ কিনেছেন। যাদের কাছে শিশুটিকে বিক্রি করা হয়েছিল, তাদের বাড়ি একই জেলার খড়দহে। পুলিশ আট মাসের ওই শিশুটিকে কিনে নেয়া প্রিয়াঙ্কা ঘোষের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করেছে।


পুলিশ জানায়, শিশুটির বাবা তার সাত বছর বয়সী মেয়েকেও বিক্রি করে দেয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু সেটি তিনি আর পরবর্তীতে করেননি।


জেবি/ আরএইচ/