মাতুয়াইলে আরও ২ যাত্রীবাহী বাসে আগুন

দুপুর পৌনে ১২টার দিকে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কাঁদানে গ্যাস ছুঁড়ছে পুলিশ।
বিজ্ঞাপন
সরকারের পতনের একদফা দাবিতে রাজধানীর প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচি পালনকালে আরও দুই বাসে আগুন ধরিয়েছে বিএনপি নেতাকর্মীরা।
শনিবার (২৯ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কাঁদানে গ্যাস ছুঁড়ছে পুলিশ।
বিজ্ঞাপন
আরও পড়ুন: মাতুয়াইলে যাত্রীবাহী বাসে আগুন
বিজ্ঞাপন
বিএনপি নেতাকর্মীরাও ইট-পাটকেল ছুড়ছেন। সংঘর্ষের এক পর্যায়ে সড়কে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দেয় বিএনপি নেতাকর্মীরা। এর ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়কের দুপাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।
জেবি/এসবি








