ডেঙ্গুতে আরও ১০ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ২২০২


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৩


ডেঙ্গুতে আরও ১০ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ২২০২
ফাইল ছবি

একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের প্রাণহানি হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২০২ জন।


শনিবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ২০২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক হাজার ১৪৩ জন ও ঢাকার বাইরের এক হাজার ৫৯ জন।


আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১০ জনের প্রাণহানি, হাসপাতালে ২৩৬১


এ বছর ১ জানুয়ারি মাস থেকে ২৯ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৪০৭ জনে। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৬ হাজার ৮৪৮ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৫৫৯ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৭ হাজার ২০৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২১ হাজার ৫৬০ জন এবং ঢাকার বাইরের ১৫ হাজার ৬৪৭ জন।


আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে মাউশির নতুন নির্দেশনা


উল্লেখ্য, গেল বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে ২৮১ জন মৃত্যু বরণ করেছেন।


জেবি/এসবি