ডেঙ্গুতে আরও ১০ জনের প্রাণহানি, হাসপাতালে ২৩৬১
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:১৫ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৩
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬১ জন।
বৃহস্পতিবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠান এক সংবাদ বিজ্ঞপ্ততিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ১ হাজার ১২২ জন এবং ঢাকা সিটির বাইরে ১ হাজার ২৩৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ৪৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে মাউশির নতুন নির্দেশনা
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ হাজার ৭০২ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৪ হাজার ১০ জন। মারা গেছেন ২২৫ জন। এর মধ্যে ঢাকা সিটির ১৭৭ জন এবং ঢাকা সিটির বাইরের ৪৮ জন।
আরও পড়ুন: ডেঙ্গু কেড়ে নিলো ৯ মাসের অন্তঃসত্ত্বার প্রাণ
উল্লেখ্য, গেল বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে ২৮১ জন মৃত্যু বরণ করেছেন।
জেবি/এসবি