প্রেমের টানে ভারতে ছুটে এলেন শ্রীলঙ্কান প্রেমিকা
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৩
ভারতের অন্ধ্রপ্রদেশের প্রেমিকের টানে শ্রীলঙ্কা থেকে ছুটে এলেন যুবতী প্রেমিকা। বসলেন বিয়ের পিঁড়িতে ও। যুবতীকে শ্রীলঙ্কায় ফিরে যেতে বলেছে অন্ধ্র পুলিশ। অন্ধ্রপ্রদেশের লক্ষণের সঙ্গে প্রায় ৬ বছর আগে ফেসবুকে আলাপ হয়েছিল শ্রীলঙ্কার শিবকুমারী বিঘ্নেশ্বরীর।
ধীরে ধীরে সম্পর্ক গভীর হয়। একে অন্যরে প্রেমে পড়েন শিবকুমারী ও লক্ষণ। আর সেই ভালবাসার টানে গত ৮ জুলাই নিজের দেশ ছেড়ে সোজা অন্ধ্রপ্রদেশে পৌঁছে যান বছর পঁচিশের যুবতী। টুরিস্ট ভিসা নিয়ে ভারতে এসেছিলেন তিনি।
গত ২০ জুলাই চার হাত এক হয় দু'জনের। কিন্তু এবার শিবকুমারী পড়েছেন সমস্যায়। কারণ আগামী ১৫ আগস্ট তাঁর ভিসার মেয়াদ শেষ হতে চলেছে। তাই তার আগে তাঁকে দেশে ফিরে যেতে হবে। আর না হলে ভিসার মেয়াদ বাড়ানোর ব্যবস্থা করতে হবে।
সোশ্যাল মিডিয়ায় শনিবার (২৯ জুলাই) ভাইরাল হয় শিবকুমারী ও লক্ষণের বিয়ের ভিডিও। তা দেখেই শ্রীলঙ্কা থেকে আসা যুবতীর ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করে পুলিশ। তারা জানতে পারে, আপাতত টুরিস্ট ভিসা নিয়ে ভারতে রয়েছেন শিবকুমারী।
কিন্তু যুবতী ভারতীয় নাগরিকত্বের দাবি করেছেন। স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে এদেশেই থাকতে আগ্রহী তিনি। চিত্তোর জেলার এসপি রিষরান্ত রেড্ডি সাংবাদিকদের জানান, শনিবার (২৯ জুলাই) এক বছরের ভিসার জন্য আবেদন করেছেন শিবকুমারী।
পাশাপাশি যেহেতু তিনি ভারতীয়কে বিয়ে করেছেন, সেই প্রেক্ষিতে ভারতীয় নাগরিকত্বের জন্য ও আবেদন জানিয়েছেন।
আরএক্স/