‌বিএনপির সমাবেশে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বক্তব্য প্রচার করা যাবে না: ডিএমপি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৩ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৩


‌বিএনপির সমাবেশে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বক্তব্য প্রচার করা যাবে না: ডিএমপি
ছবি: সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে সোমবার (৩১ জুলাই) জনসমাবেশ করবে বিএনপি। সমাবেশে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বক্তব্য প্রচার করা যাবে না এমন শর্তসাপেক্ষে দলটিকে সমাবেশের জন্য অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।


সোমবার (৩১ জুলাই) ডিএমপি সদর দপ্তরের যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার  গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


আরও পড়ুন: সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা


তিনি বলেন, “বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। শর্তসাপেক্ষে তাদের এই অনুমতি দেওয়া হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে সড়কে প্রতিবন্ধকতা, গাড়ি ভাঙচুর কিংবা গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া সমাবেশ কেন্দ্র করে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি হলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।”


আরও পড়ুন: বিদেশি রাষ্ট্রদূতরা সব কিছু নিয়ে কথা বলতে পারেন না বললেন কাদের


এছাড়া বিএনপির সমাবেশে দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তির বক্তব্য প্রচার করা যাবে না বলেও তিনি জানান।


জেবি/এসবি