কমলগঞ্জে বৃষ্টি নেই আমন চাষ ব্যাহত
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:২৩ অপরাহ্ন, ১লা আগস্ট ২০২৩
তানভীর চৌধুরী, কমলগঞ্জ, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শ্রাবণ মাসেও বৃষ্টির দেখা নেই। পানির অভাবে আমন ধান চাষ ব্যাহত হচ্ছে।
বিকল্প ব্যবস্থায় অনেক কৃষক জমিতে সেচ দিয়ে চারা রোপণ করার উপযোগী করছেন। যাঁরা চারা রোপণ করেছেন তাঁদের জমি পানির অভাবে খাঁ খাঁ করছে।
কৃষকেরা জানান, মৌসুমের শুরুতে বৃষ্টি হলেও চারা রোপণের সময় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। যাঁদের পক্ষে সম্ভব তাঁরা সেচের মাধ্যমে পানি দিচ্ছেন; কিন্তু যাঁদের সে সুযোগ নেই তাঁরা বৃষ্টির জন্য আকাশের দিকে তাকিয়ে রয়েছেন। আউশের মতো আমনের আবাদ না হলে বাকি ছয় মাস কষ্টে কাটাতে হবে তাঁদের।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ১৭ হাজার ৩০৫ হেক্টরে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে তীব্র খরার কারণে আবাদ ব্যাহত হচ্ছে।
শমশেরনগর, আলীনগর, রহিমপুর আলীনগর ও পতনউষার ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, কৃষকেরা আমনের চারা রোপণ করছেন। অনেকেই পানির অভাবে রোপণ করতে পারছেন না। কেউ কেউ জমিতে সেচ দিচ্ছেন, অনেকের জমি আবার শুকিয়ে চৌচির
হয়ে গেছে উপজেলার আলীনগরের কৃষক সায়েদ মিয়া বলেন, 'আমি আউশ ধান চাষ করতে পারিনি। পানির অভাবে আমনের চারাও নষ্ট হচ্ছে।'
শমশেরনগরের কৃষক ওয়াজিদ মিয়া বলেন, 'আমন ধানের চারা রোপণ করেছি কয়েক দিন আগে। এখন পানির অভাবে জমি শুকিয়ে গেছে। বৃষ্টি না হলে এই চারা নষ্ট হয়ে যাবে।”
উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, এই উপজেলায় সব মৌসুমে ধান চাষ হয়। অনাবৃষ্টির কারণে আমন চাষাবাদ কিছুটা ব্যাহত হয়েছে। বৃষ্টি হলে এ সমস্যার সমাধান হয়ে যাবে।
আরএক্স/